
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শতভাগ জয় ধরে রেখেছে বাংলাদেশ। শুক্রবার বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বপ্নারা। দলের হয়ে জোড়া গোল করেন তৃষ্ণা রানী।
টুর্নামেন্টে এটি বাংলাদেশের চতুর্থ জয়। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল।
এই ম্যাচে নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন কোচ পিটার বাটলার। সুযোগ কাজে লাগিয়ে বেঞ্চের খেলোয়াড়রাও কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। প্রথমার্ধে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে স্বপ্নার অসাধারণ পাসে দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা রানী।
৪২ মিনিটে গোল শোধের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ভুটান। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে ব্যবধান বাড়াতে পারতেন স্বপ্না, কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। যদিও ৬১ মিনিটে পেনাল্টি পেয়েও তা মিস করেন স্বপ্না। তবে এক মিনিট পরই তৃষ্ণা তার দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন।
৭৪ মিনিটে দূরপাল্লার অসাধারণ এক শটে তৃতীয় গোলটি করেন স্বপ্না রানী। এই গোল দিয়ে পেনাল্টি মিসের হতাশাও ভুলিয়ে দেন তিনি। শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তৃষ্ণা।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এখনো অপরাজিত রয়েছে নবীরণ তৃষ্ণা-স্বপ্নাদের দল।





























