সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (১৯ জুলাই) শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে লাল-সবুজের মেয়েরা। এখন গ্রুপের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেই নিশ্চিত হবে শিরোপা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় শ্রীলঙ্কাকে চাপে রাখে বাংলাদেশ। ২৫ মিনিটে কানন রানীর দূরপাল্লার দারুণ এক শটে গোল করে এগিয়ে দেয় দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে পূজা দাসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এর আগে সুরমা জান্নাতের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয় বাংলাদেশ। ৫৬ মিনিটে পূজা বিশ্বাস ও ৮৬ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ম্যাচ এক তরফা হয়ে যায়। ম্যাচের শেষ দিকে আফিদা খন্দকার পেনাল্টি দলের পঞ্চম গোলটি করেন।
এই জয়ে ৫ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১৫ পয়েন্ট। সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে। বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল। ৫ ম্যাচে নেপালের সংগ্রহ ১২। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি।





























