
রাজধানীতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ দুপুরে রাজশাহীতে পৌঁছবে। বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তার মরদেহ রাজশাহীতে নেওয়া হবে।
বিমান বন্দর থেকে তার মরদেহ নেওয়া হবে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টর অবস্থিত নিজ বাসায়। সেখানে ইতিমধ্যে শোকাহত আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা উপস্থিত আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাইলট তৈৗকিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে। তারপর জোহরের নামাজের পর উপশহরস্থ সফুরা গোরস্থানে তাকে দাফন করা হবে।
তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ। তবে তার পরিবার দীর্ঘদিন ধরে রাজশাহীতেই বাসবাস করেন।




























