
রাজধানীতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। রাজশাহীর উপশহরস্থ সপুরা গোরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
তারও আগে রাজধানীর কুর্মিটোলায় তৌকিরের প্রথম জানাজা এবং সামরিক ফিউনারেল অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
কুর্মিটোলাযর আনুষ্ঠানিকতা শেষে বিশেষ বিমানযোগে পাইলট তৌকিরের মরদেহ রাজশাহী আনা হয়।
তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ। তবে তার পরিবার দীর্ঘদিন ধরে রাজশাহীতেই বাসবাস করেন।




























