রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার

মাইলস্টোনে শতাধিক প্রাণহানির শঙ্কা জামায়াত আমিরের


Shafiqur Rahmanবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের ধারণা, গতকালকের মাইলস্টোন স্কুলের ভয়াবহ দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এখনও পর্যন্ত সঠিক তালিকা প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষ উৎকণ্ঠায় রয়েছে। আমরা দ্রুততম সময়ে প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়ায় এক নিহত কর্মীর কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা বলেন। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন জামায়াত আমির।

দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জামায়াত আমির বলেন, ‘এ শোকের সময়ে আমরা নিহতদের পরিবারের পাশে আছি।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা রাজনীতি করতে চাই রাজপুত্রের মানসিকতা নিয়ে, ভিক্ষুক, চোর ও চাঁদাবাজের মানসিকতা নিয়ে নয়। আমাদের দলের যারা ভবিষ্যতে সংসদ সদস্য বা মন্ত্রী হবেন, তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িও ব্যবহার করবেন না।’

স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য, জনগণের জন্য শান্তি ও সুবিচার নিশ্চিত করা।’

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় জামায়াতের রংপুর মহানগর রোকন কৃষিবিদ শাহ আলমের। তার কবর জিয়ারতের জন্য মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি মোমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়ায় আসেন জামায়াত আমির। কবর জিয়ারত শেষে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।