
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বুধবার (২৩ জুলাই) নীলফামারি জেলার জলঢাকায পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলের প্রায় ২০ শিক্ষার্থীকে উদ্ধার করেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারেননি। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন তিনি।




























