সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় বিস্ফোরিত হয়ে রুম্মান আহমদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুম্মান আহমদের বাড়ি এয়ারপোর্ট থানার টিলাপাড়া এলাকায়। আহত এনামুল হকের বাড়ি একই থানার মহালদিক গ্রামে।
নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
তিনি বলেন, ‘এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। সঙ্গে সঙ্গে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়’।
হাফিজ আহমদ বলেন, ‘এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।’




























