বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলকে ভারতের কেরালা রাজ্যে আনার পরিকল্পনা নিয়ে অনেকদিন ধরেই উন্মাদনা তৈরি হয়েছিল। সেই লক্ষ্যে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) প্রায় ২২৫ কোটি টাকা (১৫ মিলিয়ন পাউন্ড) পরিশোধও করে দেয়। কিন্তু এখন সফর এক বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব আসায় ক্ষোভে ফুঁসছে কেরালা সরকার ও চুক্তি-সম্পৃক্ত প্রতিষ্ঠানটি। হতাশ ভক্তরাও।
চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বরে কেরালার মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনা দলের। তবে ভারতের আয়োজক প্রতিষ্ঠান ‘ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, আর্জেন্টিনা এখন সেই সফর ২০২৬ সালের সেপ্টেম্বরে সরিয়ে নিতে চাচ্ছে।
অগাস্টিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা জুন মাসেই এএফএকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছি। তারা অর্থ পাওয়ার পর ধৈর্যের জন্য ধন্যবাদও জানিয়েছিল। এখন সফর পিছিয়ে দেওয়ার প্রস্তাব চুক্তিভঙ্গের শামিল, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “২০২৬ সালে জুনে বিশ্বকাপ শুরু হবে। তখন আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন থাকবে কি না, সেটাও অনিশ্চিত। আমরা এই টাকা দিয়েছি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মাঠে দেখার জন্যই। এই পরিস্থিতিতে ভক্তদের সঙ্গে প্রতারণা করা উচিত নয়।”
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আবদুরাহিমানও। তিনি বলেন, “যদি তারা অক্টোবরের প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে সময়মতোই আসা উচিত। আগামী বছর আমাদের রাজ্যে নির্বাচন আছে, তাই মার্চে আয়োজন সম্ভব নয়। আর্জেন্টিনার প্রস্তাব আমরা মানতে পারছি না।”
তবে সফর পুরোপুরি বাতিল হয়নি। ডিসেম্বর মাসে মেসির কলকাতা, মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদ সফরের সম্ভাবনা রয়েছে। যদিও আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচ সংক্রান্ত কোনো চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।
এদিকে, আর্জেন্টিনা দলের পরবর্তী আন্তর্জাতিক সূচি সেপ্টেম্বরে। ওই মাসে তারা বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ভারতের মাঠে দেখার স্বপ্ন অনেক ভক্তের। তাই ২২৫ কোটি টাকার বিনিময়ে চূড়ান্ত চুক্তি হওয়ার পরও সফর পেছানোর প্রস্তাব শুধু চুক্তিভঙ্গই নয়, বরং ভক্তদের আবেগ ও আস্থার বিরুদ্ধেও বড় আঘাত। এখন দেখার বিষয়, আর্জেন্টিনা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত চুক্তির প্রতি শ্রদ্ধা দেখায় নাকি এই ভঙ্গই ভক্তদের একমাত্র প্রাপ্তি হয়ে থাকে।





























