
ভারতীয় সিনেমা বহুবার পর্দায় ফুটিয়ে তুলেছে ভারত ও পাকিস্তানের জটিল প্রেম-ঘৃণার সম্পর্ক। কখনও তা হয়েছে হৃদয়স্পর্শী ভালোবাসার গল্পে, কখনও বা যুদ্ধের রক্তঝরা বাস্তবতায়। এই প্রতিবেদনে তুলে ধরা হলো পাঁচটি শক্তিশালী চলচ্চিত্র, যেগুলো শুধু দ্বিপাক্ষিক ইতিহাস ও টানাপড়েন নয়, বরং জাতীয় সীমানার ওপারে থাকা মানুষের অনুভূতিগুলোকেও ছুঁয়ে গেছে—
১. গদর: এক প্রেম কথা (২০০১)
পটভূমি: দেশভাগ
এক ভারতীয় শিখ যুবক আর এক পাকিস্তানি মুসলিম নারীর প্রেমকাহিনি নিয়ে নির্মিত এ ছবি। গাদর দেখিয়েছে কীভাবে ব্যক্তিগত ভালোবাসা ও ত্যাগ দেশের রাজনৈতিক বিভাজনের মাঝেও টিকে থাকতে পারে।

২. বাজরঙ্গি ভাইজান (২০১৫)
পটভূমি: বর্তমান ভারত-পাকিস্তান
এই হৃদয়গ্রাহী ছবিতে এক ভারতীয় যুবক নিজ দেশের সীমা পেরিয়ে এক বাকরুদ্ধ পাকিস্তানি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ছবিটি সীমান্তের বেড়া পেরিয়ে মানবতার জয়গান গেয়েছে।

৩. রিফিউজি (২০০০)
পটভূমি: দেশভাগ-পরবর্তী বাস্তবতা
সীমান্তের দুই পাড়ের এক তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে তৈরি ‘রিফিউজি’। এখানে উঠে এসেছে অভিবাসন, পরিচয় আর বিভাজনের পরও হৃদয়ে জেগে থাকা টানাপড়েনের চিত্র।

৪. রাজি (২০১৮)
পটভূমি: গুপ্তচর যুদ্ধ
এক ভারতীয় নারী পাকিস্তানের সামরিক পরিবারে বিয়ে করে গুপ্তচরবৃত্তি করেন দেশের জন্য। দেশপ্রেম ও কর্তব্যবোধের দ্বন্দ্বে এক নারীর মানসিক সংগ্রামকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে।

৫. স্যাম বাহাদুর (২০২৩)
পটভূমি: ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ
ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবনীভিত্তিক এই ছবিতে উঠে এসেছে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের নায়কোচিত নেতৃত্ব। ইতিহাস আর দেশের সামরিক গৌরবকে উপজীব্য করে তৈরি এক প্রেরণাদায়ক চলচ্চিত্র।
এই ছবিগুলো শুধু বিনোদন নয়, দুই দেশের জনগণের আবেগ, ইতিহাস ও একে অপরের প্রতি গভীর অনুভূতির প্রতিচ্ছবিও।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া





















