
গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা বৃহস্পতিবার রাতে রক্তাক্ত এক হত্যাকাণ্ডের সাক্ষী হলো। প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন।
রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তুহিন। ঠিক সেই মুহূর্তেই কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিকভাবে কুপিয়ে ও জবাই করে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন যখন চা খাচ্ছিলেন, তখন হঠাৎই ৪–৫ জন যুবক এসে তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
বাসন থানার ওসি শাহীন খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত চলছে।




























