রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শেয়ার

তিস্তা সেতুর উদ্বোধন ২৫ আগস্ট


Tista Bridge

বহুদিনের কাঙ্ক্ষিত তিস্তা গার্ডার সেতু আগামী ২৫ আগস্ট চলাচলের জন্য খুলে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে সেতুটির জন্য অপেক্ষা করছিলেন নদীর দুই পাড়ের মানুষ। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে একটি চীনা কনস্ট্রাকশন কোম্পানি নির্মাণ কাজের দায়িত্ব পালন করে।

গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত বিস্তৃত এই সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার। এই গার্ডার সেতুতে রয়েছে ২৯০টি পিলার ও ৩১টি স্প্যান।

সেতু চালু হলে সরাসরি উপকৃত হবেন গাইবান্ধা, কুড়িগ্রাম ও আশেপাশের জেলার অন্তত ২০ লাখ মানুষ। গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যকার দূরত্ব ৪০ কিলোমিটার কমে যাবে। এই পথে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের পথ কমে যাবে অন্তত ৬০ কিলোমিটার।

তিস্তা সেতুর চালুর পর স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, পরিবহন এমনকি পর্যটন খাতেও আমূল পরিবর্তন আসবে।