মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ অগাস্ট ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শেয়ার

একটি কাজ করতে রাজি না হওয়ায় ‘টাইটানিক’ এর জ্যাক চরিত্র হাতছাড়া হয় ম্যাকনাহের



বিশ্ববিখ্যাত সিনেমা ‘টাইটানিক’ এ জ্যাক ডসনের চরিত্র লিওনার্দো ডিক্যাপ্রিওকে ইতিহাসে অমর করে তোলে। কিন্তু জানেন কি, এই চরিত্রের জন্য প্রথমে ভাবা হয়েছিল ম্যাথিউ ম্যাকনাহেকে? এবং কেবল একটি কাজ করতে অস্বীকৃতি জানানোর কারণে তিনি সেই সুযোগ হারান।

হলিউড সূত্র বলছে, টাইটানিক সিনেমার অডিশনে কেট উইন্সলেটের (রোজ) সঙ্গে স্ক্রিন টেস্টে অংশ নিয়েছিলেন ম্যাথিউ ম্যাকনাহে। কিন্তু পরিচালকের একটিমাত্র অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেন। আর সেটাই হয়ে দাঁড়ায় বড় ফ্যাক্টর।

সূত্র অনুযায়ী, পরিচালক জেমস ক্যামেরন চেয়েছিলেন, অডিশনের সময় কেট উইন্সলেটের সঙ্গে ইন্টিমেট সিন এর একটি অংশ করে দেখাক ম্যাথিউ। কিন্তু তিনি সেই দৃশ্যটি করতে রাজি হননি। তার যুক্তি ছিল, অভিনয়ের ক্ষেত্রে এতটা ঘনিষ্ঠতা প্রথম অডিশনের সময়ই দেখানো যৌক্তিক নয়।

ফলে ক্যামেরন সিদ্ধান্ত নেন, এই চরিত্রের জন্য ম্যাথিউ উপযুক্ত নন। এরপরই সুযোগ পান তরুণ লিওনার্দো ডিক্যাপ্রিও। কেট উইন্সলেটের সঙ্গে তাঁর অডিশনের রসায়ন এতটাই শক্তিশালী ছিল যে, পরিচালক একপ্রকার নিশ্চিত হন, জ্যাক চরিত্রে তিনিই সেরা।

পরে কেট উইন্সলেট এক সাক্ষাৎকারে বলেন, “আমি চেয়েছিলাম লিও–ই জ্যাক হোক। আমাদের মাঝে এমন একটা সহজাত বোঝাপড়া হয়েছিল, যেটা ম্যাজিক তৈরি করেছিল।”

আর সেই ‘ম্যাজিক’–ই টাইটানিক–কে বানিয়ে দেয় ইতিহাসের অন্যতম সফল প্রেমের সিনেমা। তবে ম্যাথিউ ম্যাকনাহের ভক্তরা আজও ভাবেন, যদি তিনি সেই দৃশ্যে রাজি হতেন, তবে হয়তো ‘টাইটানিক’ এর ইতিহাস অন্যরকম হতো।

উল্লেখ্য, ম্যাথিউ ম্যাকনাহেও পরবর্তীতে অসাধারণ সব সিনেমায় অভিনয় করেছেন এবং অস্কার জয় করেছেন।

সূত্র: বাজ ফেড

নিউজ পাওয়া যায়নি