
শুক্রবার (৮ আগস্ট) থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের প্রথম প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্চা পণ্যের প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’। দুইদিনের এ আয়োজনে অংশ নিয়েছে শতাধিক দেশি-বিদেশি বিভিন্ন প্রসাধনী সামগ্রীর ব্র্যান্ড। প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত সবার জন্য।

এদিকে শুরুর দিনেই বেশ জমজমাট ছিল ‘কসমেটিকা ঢাকা ২০২৫’। কসমেটিকস খাতের প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, সাধারন দর্শনার্থীদের অংশগ্রহণে মুখর ছিল প্রদর্শনী প্রাঙ্গণ। বাংলাদেশ ছাড়াও এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র. তুরস্কসহ বেশকিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড ও প্রস্তুতকারক।

‘কসমেটিকা ঢাকা ২০২৫’ এর আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে অবস্থিত রিপাবলিক অব কোরিয়ার দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কেওটিআরএ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি), থাইল্যান্ড। আর গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে কিউট, প্লাটিনাম স্পন্সর ইঞ্জিনিয়াস রিসোর্সেস।

স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রত্যাশা করছেন এই প্রদর্শনী বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

শুধু পণ্যের উপস্থাপনই নয়, দর্শনার্থীদের জন্য ভিন্ন ধরণের নানা আয়োজন ছিল বিভিন্ন স্টলে। ছিল নানা ধরণের উপহার। কেউ অ্যাপ ডাউনলোড করলেই দিচ্ছিল গিফট হ্যাম্পার, কোনো কোনো স্টলে ছিল বিনোদনেরও আয়োজন।

আয়োজনটির টাইটেল স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলোর লাইফস্টাইল অনলাইন পোর্টাল ‘হাল ফ্যাশন’, মিডিয়া পার্টনার লাইফস্টাইল ম্যাগাজিন ‘ক্যানভাস’, ‘প্রতিদিনের বাংলাদেশ’ ও ‘বাংলা টেলিগ্রাফ’।




























