
বলিউড ও দক্ষিণী সিনেমার ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসছেন খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি। তার আসন্ন মহাকাব্যিক ছবি, অস্থায়ীভাবে এসএসএমবি ২৯ (SSMB29) নামে পরিচিত, যেখানে অভিনয় করছেন সুপারস্টার মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া—এই সিনেমার গল্প ও ব্যাপ্তি এতটাই বিশাল যে, রাজামৌলির মতে, শুধু কিছু ছবি বা সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আসল স্বাদ বোঝানো সম্ভব নয়। খবর ডিএনএ ইন্ডিয়ার।
শনিবার (মহেশ বাবুর ৫০তম জন্মদিনে) এক্স-এ দেওয়া পোস্টে রাজামৌলি লিখেছেন, “প্রিয় ভারতীয় ও বিশ্বব্যাপী সিনেমাপ্রেমী এবং মহেশের ভক্তরা, আমরা কিছুদিন ধরেই শুটিং করছি। আপনারা এই ছবির খবর জানতে উদগ্রীব, তা আমরা বুঝতে পারছি। তবে এই ছবির গল্প ও পরিসর এত বড় যে, কেবল ছবি বা প্রেস কনফারেন্স দিয়ে তা ন্যায্যভাবে তুলে ধরা যাবে না। আমরা বর্তমানে এমন কিছু নিয়ে কাজ করছি, যা ছবির মূল সত্তা, গভীরতা ও আমাদের তৈরি করা নিমগ্ন জগতকে তুলে ধরবে। এটি ২০২৫ সালের নভেম্বরে প্রকাশ করা হবে—এবং আমরা চেষ্টা করছি এটিকে আগে কখনও দেখা যায়নি, এমন এক ‘রিভিল’ বানাতে। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ।”

‘আরআরআর’, ‘বাহুবলি’, ‘মাগাধীরা’ ও ‘ঈগা’র মতো ব্লকবাস্টার নির্মাতা রাজামৌলি তার পোস্টে হ্যাশট্যাগ দিয়েছেন—#GlobeTrotter। এতে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, সিনেমাটির নাম হয়তো ‘গ্লোব ট্রটর’ হতে পারে।
বিলাসবহুল বাজেটে নির্মিত চলচিত্রটির একটি বড় অংশ শুট হয়েছে ওডিশায়। মহেশ বাবুর সঙ্গে এতে আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথিবীরাজ সুকুমারনসহ একাধিক তারকা। ইতিহাস ও পৌরাণিক উপাদান মিশ্রিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটি ২০২৭ সালে মুক্তির সম্ভাবনা রয়েছে।





















