শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ৯ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

শেষ হলো দুইদিনের কসমেটিকা ঢাকা ২০২৫

দেশে কসমেটিকস ও টয়লেট্রিজের বাজার ৩৫ হাজার কোটির, ৯০% কাঁচামাল আমদানিনির্ভর


Cosmetica cover

দেশে বর্তমানে কসমেটিকস, টয়লেট্রিজ ও পারসোনাল কেয়ার পণ্যের বাজার ৩৫ হাজার কোটি টাকারও বেশি। তবে এতো বড় বাজারের ৯০ শতাংশ কাঁচামাল এখনো আমদানির উপর নির্ভরশীল। ফলে খাতটিকে সবসময় নানা ধরণের উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়। এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের তাই প্রত্যাশা বিষয়টিতে সরকার আরও বেশি উদ্যোগী ও যত্নশীল হবে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রসাধনী ও পারসোনাল কেয়ার নিয়ে আয়োজিত ‘কসমেটিকা ঢাকা ২০২৫: কনকারেন্ট শো অ্যান্ড পার্সোনাল কেয়ার’-এ খাতের উদ্যোক্তাদের কথায় উঠে আসে খাতটির এমন চিত্র।

বাংলাদেশে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্চার পণ্য নিয়ে প্রথমবারের মতো এটাই সবচেয়ে বড় আয়োজন। বাংলাদেশ ছাড়াও এই প্রদর্শনীতে অংশ নিয়েছে কোরিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত, তুরস্ক, আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, জাপানসহ বেশকিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শনিবার রাত আটটায় শেষ হয় দুইদিনের এই প্রদর্শনী। দেশে প্রথমবারের মতো সফলভাবে এমন আয়োজন করতে সন্তুষ্ট আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড।

স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম ফয়সাল মুনিম আয়োজন নিয়ে বলেন, ‘প্রথমবারের আয়োজনে এতোটা সাড়া পাবো ভাবতেও পারিনি। আমরা দেশের অন্যতম বড় এই খাতের স্টেকহোল্ডারদের একত্রিত করতে পেরেছি। কোরিয়াসহ কয়েকটি দেশ বাংলাদেশে কসমেটিকস ও টয়লেট্রিজে বিনিয়োগ ও যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা আশা করছি, সামনের দিকে এই খাতে বড় বিনিয়োগ আসবে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।’

দু’দিনের মেলায় শুধু প্রসাধনী পণ্যের উপস্থাপন নয় দেশে মানসম্মত কসমেটিকস, টয়লেট্রিজ ও পারসোনাল কেয়ার পণ্য নিয়ে ছিল বেশ কিছু সেমিনার। সেই সঙ্গে নকল ও কালোবাজারি পণ্যের রোধেও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। সব মিলিয়ে, সম্ভাবনাময় এ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উঠে আসে দুই দিনের প্রদর্শনী থেকে। প্রদর্শনীতে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধি ছাড়াও ইনফ্লুয়েন্সার, বিভিন্ন অঙ্গনের তারকাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষ দিন শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামে এবারের আসরের।

এর আগে শুক্রবার বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক প্রদর্শনীর উদ্বোধন করেন।

আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে অবস্থিত রিপাবলিক অব কোরিয়ার দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কেওটিআরএ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি), থাইল্যান্ড। টাইটেল স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে কিউট এবং প্লাটিনাম স্পন্সর ইঞ্জিনিয়াস রিসোর্সেস।

দুইদিনের এই প্রদর্শনীতে ছিল শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে দেশের পার্সোনাল কেয়ার খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও ব্যবসায়িক অংশীদারিত্বের পথ তৈরির আশা দেখছেন সংশ্লিষ্টরা।

আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রথম আলো’র লাইফস্টাইল অনলাইন হাল ফ্যাশন, মিডিয়া পার্টনার লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস, প্রতিদিনের বাংলাদেশ ও বাংলা টেলিগ্রাফ।