
বলিউডে শতকোটি আয়ের রেকর্ডের কথা উঠলেই ২০০৮ সালের সুপারহিট ‘গজিনী’র কথা মনে পড়ে। এ আর মুরুগাদোস পরিচালিত এবং আমির খান, আসিন, প্রদীপ রাওয়াত ও জিয়া খান অভিনীত এই অ্যাকশন থ্রিলার দেশীয় বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করা প্রথম ভারতীয় সিনেমা হিসেবে পরিচিত। কিন্তু খুব কম মানুষ জানেন, এর প্রায় ২৬ বছর আগেই এক ভারতীয় সিনেমা বৈশ্বিক আয়ে ১০০ কোটির সীমা অতিক্রম করেছিল, আর সেই সিনেমাটি হলো ১৯৮২ সালের নৃত্য-অ্যাকশন ক্লাসিক ‘ডিস্কো ড্যান্সার’।
ছোট বাজেটে তৈরি, বিশাল সাফল্য
মাত্র ২ কোটি টাকার বাজেটে নির্মিত ‘ডিস্কো ড্যান্সার’ ভারতে আয় করে ৬.৪২ কোটি রুপি। ১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নে মুক্তির পর ছবিটি সেখানকার বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দেয়। সপ্তাহের পর সপ্তাহ পূর্ণদর্শক নিয়ে চলতে থাকে প্রদর্শনী, আর সোভিয়েত ইউনিয়নে আয় করে ৬ কোটি রুবল, যা তখনকার হিসাবে প্রায় ৯৪.৪২ কোটি রুপি। ফলে ছবিটির মোট বৈশ্বিক আয় দাঁড়ায় ১০০.৮২ কোটি রুপি, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক।
‘শোলে’-কে হারিয়ে শীর্ষে
মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমা বিশ্বব্যাপী আয়ের দিক থেকে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী, আমজাদ খান ও সঞ্জীব কুমার অভিনীত কিংবদন্তি ‘শোলে’–কেও পেছনে ফেলে শীর্ষে উঠে আসে। পরে অবশ্য সালমান খান ও মাধুরী দিক্ষিত অভিনীত ‘হাম আপনার হ্যায় কৌন’ ১৩৫ কোটি রুপি আয় করে রেকর্ড ভেঙে দেয়।
তারকা-সমৃদ্ধ কাস্ট
‘ডিস্কো ড্যান্সার’ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন ওম পুরি, ওম শিবপুরি, গীতা সিদ্ধার্থ ও করণ রাজদান। ছবিতে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন সুপারস্টার রাজেশ খান্না। উর্দু ও হিন্দির প্রখ্যাত কবি রাহি মাসুম রাজার লেখা এই সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেন বাব্বর সুভাষ।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া





















