মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১০ অগাস্ট ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

নতুন চরিত্রে ভক্তদের চমকে দিলেন মাহি


mahiছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি শুরুতে গতানুগতিক চরিত্রে বেশি দেখা গেলেও এখন বেছে নিচ্ছেন মানসম্মত ও বৈচিত্রময় চরিত্র। সম্প্রতি তিনি অভিনয় করেছেন নতুন নাটক ‘বকুল ফুল’-এ, যেখানে আরশ খানের বিপরীতে তাকে দেখা যায়। নাটকে পাগলের চরিত্রে তার অসাধারণ অভিনয় দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে নাটকের শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন মাহি। উসকো-খুশকো চুল, জট ধরা কেশ, হাতে খাবারের থালা—এক উন্মাদ নারীর বাস্তবসম্মত লুকে রূপান্তরিত হয়ে তিনি চমকে দেন ভক্তদের। পোস্টের মন্তব্যে নেটিজেনরা তার অভিনয় ও চরিত্রে ডুবে যাওয়ার দক্ষতার প্রশংসায় ভাসান।

এমন লুকে প্রিয় তারকাকে দেখে যারপরনাই অবাক অনুরাগীরা। ফলে ভাইরাল হতে সময় নেয়নি ছবিগুলো। কেউ লিখেছেন, মাহির ক্যারিয়ারের সেরা নাটক এটি। আবার কেউ বলেছেন, এ নাটকের জন্য মাহিকে পুরস্কার দেওয়া উচিত।

ছবি শেয়ার করে মাহি লিখেছেন— “বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।” প্রকাশের পর ছবিগুলো ফেসবুকে ব্যাপক আলোড়ন তোলে, যা নাটকের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

মাহি নিজেও চরিত্র নিয়ে ভীষণ আবেগী। তার ভাষায়, ‘এটা আমার অভিনয় জীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা। চরিত্রটা কঠিন ছিল, কিন্তু করেই নিজেকে নতুনভাবে চিনেছি। শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও অনেক কিছু শিখেছি। পরিচালক ইমরুল রাফাত ভাইকে ধন্যবাদ, যিনি আমার ওপর ভরসা রেখেছেন।’

নিউজ পাওয়া যায়নি