মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১১ অগাস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর, শুটিং বন্ধ


nishoদুই বছর আগে রায়হান রাফীর পরিচালনায় সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। প্রথম সিনেমাতেই ব্যাপক সাড়া পান তিনি। গত কোরবানির ঈদে রাফীর আরেক সিনেমা তাণ্ডব-এ বিশেষ চরিত্রে হাজির হয়ে সুড়ঙ্গ ২-এর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয় কৌতূহল—কবে আসছে সিক্যুয়েল?

তবে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আপাতত শুটিং শুরু করতে পারছেন না নিশো। যদিও স্বাভাবিকভাবে হাঁটা-চলা সম্ভব, কিন্তু সিনেমার অ্যাকশন দৃশ্য ও দীর্ঘ শুটিংয়ের জন্য শারীরিকভাবে শতভাগ প্রস্তুত থাকা জরুরি। তাই সুড়ঙ্গ ২ শুরু করার আগে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে নিশো নিজেই তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কথা জানান। সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করলে বলেন, “সুড়ঙ্গ ২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানেন। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা নি সার্জারি করাতে হবে।”

হাস্যরসের সুরে যোগ করেন, “এটা এর আগে কখনো বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে ‘তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না।”

অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত অভিজ্ঞতা শেয়ার করেন নিশো। জানান, তিনি থিয়েটার বা মঞ্চনাটক থেকে আসেননি; টিভি নাটক করেই অভিনয় শিখেছেন। তার মতে, টিভি নাটক, মঞ্চনাটক ও সিনেমা—প্রতিটিই আলাদা মাধ্যম, আর প্রতিটির শেখার বিষয়ও ভিন্ন।

দর্শকদের অনুরোধে নিজের জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজের সংলাপও বলেন তিনি, যা হাসি ও করতালিতে মুখর করে তোলে অডিটোরিয়াম।

সম্প্রতি রেদওয়ান রনির নতুন সিনেমা দম-এ চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। এখানে তার সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরীও। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা এবং আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির।

নিউজ পাওয়া যায়নি