মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১১ অগাস্ট ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
শেয়ার

জয়ার ‘বিশেষ মানুষ’ সিনেমা জগতের কেউ নন


Joya-Ahsan
ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন জয়া আহসান। ঈদের ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর পর টানা দুই মাসে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—‘ডিয়ার মা’ (জুলাই) ও ‘পুতুলনাচের ইতিকথা’ (আগস্ট)। সম্প্রতি সিনেমার প্রচার উপলক্ষে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি শুধু কাজ নয়, ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ও প্রথমবারের মতো খোলামেলা জানিয়েছেন, যার মধ্যে আছে প্রেম ও বিয়ে নিয়ে তাঁর ভাবনা।

সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, তাঁর জীবনে বিশেষ কেউ আছেন কি না। উত্তরে জয়া অকপটে বলেন, “হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না।”

যদিও নাম প্রকাশ করেননি, তবে জানান, তাঁর ‘বিশেষ মানুষ’ সিনেমা জগতের কেউ নন। এও বলেন, সিনেমার বাইরে কারও সঙ্গে সম্পর্ক হবে, এটা কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, কিন্তু হয়ে গেছে।

জয়া জানান, তাঁরা বহু বছর ধরে একসঙ্গে আছেন এবং বন্ধুত্বকেই সম্পর্কের ভিত্তি হিসেবে গুরুত্ব দেন। তাঁর ভাষায়, “সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি অভিনয়ের কারণে অনেক ভ্রমণ করি, কলকাতায় দীর্ঘ সময় কাটাই, এসব কিছুতে তার আপত্তি নেই। আমাদের সব সময় একসঙ্গে থাকার সুযোগ হয় না, কারণ আমি খুব প্রাইভেট পারসন, সেও তেমন।”

সঙ্গীর প্রিয় গুণের প্রসঙ্গে জয়া বলেন, “সে খুব শান্ত।” সঞ্চালক পাল্টা বললে, “আপনিও তো শান্ত,” জয়া হাসতে হাসতে জবাব দেন, “হ্যাঁ, সম্ভবত এ কারণেই পছন্দ করেছি।”

বিয়ে নিয়ে প্রশ্নে জয়া স্পষ্ট জানান, এখনই কোনো সিদ্ধান্ত নেননি। তাঁর কথা, “বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এটা নিয়ে এখনো ঠিক করিনি। আমার ভেতরে এক ধরনের ভয় কাজ করে।”

সঞ্চালকের প্রশ্নে স্বীকার করেন, এ ভয় হয়তো অতীত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকে আসছে।

সাক্ষাৎকারের শেষ দিকে জয়া আরও জানান, হাতে থাকা কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের বিষয়ে আলোচনা চলছে, তবে সেগুলো নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না।

নিউজ পাওয়া যায়নি