বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৩ অগাস্ট ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

বাবা হারালেন আতিফ আসলাম


Atif Aslam

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের বাবা মোহাম্মদ আসলাম মারা গেছেন। মোহাম্মদ আসলাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আতিফের পরিবারে। এই শিল্পীর ভক্তরাও শোকাহত।

পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে, আতিফ আসলামে বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভক্ত, সহশিল্পী ও শোবিজ তারকারা আতিফকে সমবেদনা জানাচ্ছেন। গায়কের বাবার জানাজা অনুষ্ঠিত হবে লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে।

শুধু পাকিস্তান নয় আতিফ আসলাম পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী। একসময় বলিউডেও ছিল তার দাপুটে পদচারনা। বাংলাদেশেও তিনি একাধিকবার মঞ্চে গান পরিবেশন করেছেন।

নিউজ পাওয়া যায়নি