রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (১৩ আগস্ট) পদ্মার পানি বেড়ে ১৭ দশমিক ৪৯ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহরের টি–বাঁধ ও আই–বাঁধ এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,গত রোববার সকাল ৬ টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৩ মিটার। সোমবার সকাল ৬ টায় তা বেড়ে ১৭ দশমিক ৩২ মিটার এবং মঙ্গলবার ১৭ দশমিক ৪৩ মিটার হয়। রাজশাহীতে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক শূন্য ৫ মিটার।
সূত্র আরও জানায়, বর্তমানে মাত্র ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। রাজশাহীতে গত ২৪ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। তারপর আবার তা কমতে থাকে।
পানি বাড়ায় শহরের তালাইমারী, শ্রীরামপুর, পঞ্চবটি ও সীমান্তবর্তী চরখিদিরপুরসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে বাঁধের ওপর ও খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।




























