মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (এমসিবিএ)-এর অভিযানে ২০৪ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২২৯ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের কেউই মালয়েশিয়া প্রবেশের শর্ত পূরণ করতে পারেননি। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলা অভিযানে আন্তর্জাতিক আগমন ও প্রস্থান হলে মোট ৭৬৪ জন বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়, এর মধ্যে ২২৯ জনকে প্রবেশে বাধা দেওয়া হয়।
প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশের ২০৪ জন ছাড়াও ভারতের ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন এবং কম্বোডিয়ার ২ জন নাগরিক রয়েছেন। এমসিবিএ জানিয়েছে, বুধবার ভোরে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে ৬৬ জন বাংলাদেশি কেএলআইএ ১-এ পৌঁছান।
প্রবেশ নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসেবে সংস্থাটি জানিয়েছে—ভুয়া হোটেল বুকিং দেখানো, ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়া। তাদের ধারণা, এসব ব্যক্তি মালয়েশিয়ায় অবৈধভাবে থাকার ও কাজ করার উদ্দেশ্যে প্রবেশ সুবিধার অপব্যবহার করতে চেয়েছিলেন।
এমসিবিএ এক বিবৃতিতে জানায়, প্রবেশপথে নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশি পাচারে জড়িত কর্মকর্তা বা যে কোনো পক্ষের বিরুদ্ধেই আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।





























