
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (১৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সবাই মাছ আনতে চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে বসা তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিকআপ ভ্যানে মোট ১০ জন যাত্রী ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




























