রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২০ অগাস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

জয় দিয়ে লা লিগা শুরু রিয়াল মাদ্রিদের


real madridলা লিগায় জয় দিয়ে মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের পেনাল্টি গোলে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ওসাসুনার বিপক্ষে আধিপত্য দেখিয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু হইসুন, এমবাপ্পে, মিলিতাওদের একাধিক আক্রমন রুখে দেন ওসাসুনা গোলরক্ষক। প্রথমার্ধ থাকে গোল শূন্য।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোল পায় রিয়াল মাদ্রিদ। ৪৯ মিনিটে দ্রুত গতিতে ওসাসুনা ডি বক্সে ড্রিবল করে ঢুকছিলেন এমবাপ্পে। কিন্তু তাকে ফাউল করে বসেন ডিফেন্ডার ক্রুজ। ফলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ।

স্পট কিক থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। প্রত্যাশিত গোল না পেলেও ম্যাচে ৭০ শতাংশ বল পজেশনের পাশাপাশি প্রতিপক্ষের ডেরায় ১৮টি শট নিয়ে আধিপত্য দেখিয়েছে জাভি আলোনসোর দল।

এই জয়ে নতুন কোচ জাবি আলোনসোরও অভিষেকটা দারুণ হলো। সাবেক মাদ্রিদ মিডফিল্ডার আলোনসো গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির জায়গায় দায়িত্ব নেন। আনচেলত্তি রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন।

এর আগে শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনা শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে। আর অ্যাটলেটিকো মাদ্রিদ রোববার এস্পানিওলের মাঠে শেষ মুহূর্তে লিড হারিয়ে ২-১ গোলে হেরে যায়।