
দলের হয়ে দুই গোল করেছেন সুয়ারেজ। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি না খেললেও তার অভাব দারুণভাবে পূরণ করেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকার জোড়া পেনাল্টি গোলে ইন্টার মায়ামি লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
পায়ের ইনজুরির কারণে টানা ১৫ দিন মাঠের বাইরে থাকার গত রোববার খেলায় ফিরেছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক ম্যাচ খেলেই ফের অস্বস্তি অনুভব করায় আবারও ছিটকে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। এমনকি বেঞ্চেও ছিলেন না আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। যে কারণে শঙ্কা ছিল, দলের প্রধান তারকাকে ছাড়া তিগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে জিততে পারবে কিনা যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
অবশেষে ভক্তদের সব শঙ্কা উড়িয়ে ২-১ গোলে মায়ামিকে জিতিয়েছেন লুইস সুয়ারেজ। দুটি গোলই পেনাল্টি থেকে করেছেন উরুগুয়ে এই তারকা ফুটবলার।
ম্যাচের ২০ মিনিটে জাভিয়ের আকুইনোর হাতে বল লাগলে পাওয়া পেনাল্টি থেকে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেজ। তবে ৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান সুয়ারেজ। ৮৭ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করে মায়ামিকে জয় এনে দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
ম্যাচে উত্তেজনার ঝড়ও বয়ে যায়। হাফটাইমে অতিরিক্ত সময় নিয়ে আপত্তি জানাতে গিয়ে লাল কার্ড দেখেন কোচ মাসচেরানো। তবে গ্যালারি থেকেই তিনি দলের জয় উপভোগ করেন।
এই জয়ের ফলে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগোল ইন্টার মায়ামি। লিগস কাপের ট্রফির পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও রয়েছে। ফাইনালিস্ট দুই দল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জয়ী সরাসরি পরবর্তী আসরে খেলার সুযোগ পাবে।





























