প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক নারী। পথে আরও কয়েকজন নারী তাকে ঘিরে ধরে খোশগল্প জমান। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে হাতিয়ে নেন এক লাখ টাকার একটি বান্ডিল।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ এলাকায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অগ্রণী ব্যাংকের মুজিবনগর শাখা থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা তোলেন পুরন্তরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদিকুরের স্ত্রী হোসনে আরা। ব্যাংক থেকে বের হয়ে ডাবের পানি পান করার সময় বোরখাপরা কয়েকজন নারী তাকে ঘিরে ধরে খোশগল্প শুরু করেন। এক পর্যায়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে এক লাখ টাকার বান্ডিল নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি বুঝতে পেরে টাকা খোঁজাখুঁজি করলে অন্যরা কৌশলে সটকে পড়েন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজে বোরখা পরা ওই নারীকে শনাক্ত করা গেছে। তার নাম ঠিকানা অনুসন্ধান করে আটকের চেষ্টা করছে পুলিশ।




























