রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ অগাস্ট ২০২৫, ৬:২০ অপরাহ্ন
শেয়ার

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার


Jony JU

নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষক একই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জনিকে ১০ দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল।

সম্প্রতি পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয় এবং গত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।