
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
টাস্কফোর্সের সদস্যরা জানান, এর আগে সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় রাংপানি নদী থেকে উত্তোলনকৃত দুই হাজার ঘনফুট এবং শ্রীপুর চা বাগান সংলগ্ন স্থানে মজুত রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, রাংপানি নদীতে ইতোমধ্যে জব্দকৃত সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার জব্দ হওয়া আরও দুই হাজার ঘনফুট পাথরও নদীতে ফেরত দেওয়া হচ্ছে। শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ হওয়া ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে।
তিনি আরও জানান, গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে জব্দ করা ২০ হাজার ঘনফুট এবং বাংলাবাজার এলাকা থেকে জব্দ হওয়া সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর প্রশাসনের তত্ত্বাবধানে রাংপানি নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর থানা পুলিশ ও ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির সদস্যরা উপস্থিত ছিলেন।




























