রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৪ অগাস্ট ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ


bd-nepal-under-17সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে অপরূপা বিশ্বাসের দল।

বাংলাদেশ প্রথমার্ধেই দু’টি গোল করে এগিয়ে যায়। ৪১ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বক্সের ভেতর কোনাকুনি শটে গোল করেন থুইনু মারমা। চার মিনিট পর মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে বল পেয়ে বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে গোল করেন সুরভী আকন্দ প্রীতি।

বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬২ মিনিটে সোনালী সুযোগ পেয়েও পোস্টে বল লাগিয়ে ফেরত আসায় সমতায় ফিরতে পারেনি তারা। এক পর্যায়ে বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় নেপালের ফরোয়ার্ডরা।

শেষ সময়ে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি দুইবার গোলপোস্টে বাধা পান। থুইনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় রিয়া নেপালের গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

চার দলের এই টুর্নামেন্ট ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ভুটান ও নেপালকে হারালেও ভারত ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রতিটি দল ছয় ম্যাচ খেলবে এবং লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে।