রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৬ অগাস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল


bangladesh-women-football-team

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

আগামী অক্টোবরে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচ দুটি হবে ২৫ ও ২৮ অক্টোবর।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার এ তথ্য জানান।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপকে সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচগুলো খেলবে তহুরা খাতুন–ঋতুপর্ণা চাকমারা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।

মাহফুজা আক্তার জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি মেয়েদের ক্যাম্প শুরু হবে। এরপর অক্টোবরে থাইল্যান্ড সফরে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। একই সঙ্গে নভেম্বর-ডিসেম্বরে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে। এজন্য ভিয়েতনামকে চিঠি দেওয়া হয়েছে। তা সম্ভব না হলে অন্য কোনো দেশের বিপক্ষে দুটি ম্যাচ আয়োজন করবে বাফুফে।

এর পাশাপাশি জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ নারী দলকে জাপানে অনুশীলনের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া যাওয়ার পথে নিউজিল্যান্ডে গিয়ে দুটি ম্যাচ খেলারও চেষ্টা করছে ফেডারেশন।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। ২০১৪ ও ২০২২ সালের পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর এবার মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইয়ে টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় মেয়েরা।

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে আছে নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ১২ দলের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দল সুযোগ পাবে ২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।