রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৮ অগাস্ট ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার

ইনজুরি কাটিয়ে জোড়া গোল, মেসির নৈপুণ্যে ফাইনালে মায়ামি


messiচলতি মৌসুমের শুরুটা ইনজুরিতে ভুগে ভালো করতে পারেননি লিওনেল মেসি। সেই কারণে লিগস কাপের কোয়ার্টার ফাইনালসহ টানা দুটি ম্যাচ মিস করেন আর্জেন্টাইন তারকা। তবে সেমিফাইনালে ফিরেই জ্বলে উঠলেন তিনি। করলেন জোড়া গোল, তাতেই অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে অরল্যান্ডোকে এগিয়ে নেন মার্কো পাসালিচ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মায়ামি। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান মেসি। একই সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অরল্যান্ডোর ডিফেন্ডার ডেভিড ব্রেকালো, ফলে ১০ জনে পড়ে দলটি।

শেষদিকে ম্যাচে পুরো নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৮৮ মিনিটে আলবার সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন মেসি। চলতি মৌসুমে মায়ামির হয়ে এটাই তার ৩৩ ম্যাচে ২৭তম গোল। যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেজের সঙ্গে সমন্বয় করে গোল করেন ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া, তাতেই জয় নিশ্চিত হয় মায়ামির।

আগামী রোববার ফাইনালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটলের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে মেসির মায়ামি।