রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ


Hamzaকাঠমান্ডুতে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোতে হামজা চৌধুরীর খেলা নিয়ে শঙ্কাটাই সত্যি হলো। বাংলাদেশ ফুটবল ফিডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে —নেপালের বিপক্ষে মাঠে নামছেন না হামজা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে জানান, ‘নেপাল সফরে হামজা আসছে না। শেষ ম্যাচে কিছুটা চোট পেয়েছিল সে। তাছাড়া ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি আর সুস্থতা বিবেচনায় এই উইন্ডোতে নেপালে খেলবে না বলে তার এজেন্ট জানিয়েছেন।’

আগামীকাল দুপুরেই নেপালের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সফরের আগে কোচ হ্যাভিয়ের কাবরেরা পুরো দলকে নিয়ে দুই সেশন অনুশীলনও সম্পন্ন করেছেন।

হামজাকে না পেলেও সমস্যার কিছু দেখছেন না কাবরেরা। সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে তিনি বলেন, ‘হামজা না এলে অসুবিধা নেই। কারণ আমরা নেপালের দুই ম্যাচের জন্য আগেই প্রস্তুতি নিয়েছি।’