দুর্দান্ত জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরু করেছে ফ্রান্স। পোল্যান্ডের তারকিনস্কি অ্যারেনায় ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ম্যাচের ১১ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে নেন মাইকেল অলিসে। ব্র্যাডলি বারকোলার নিখুঁত দীর্ঘ পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান পিএসজি ফরোয়ার্ড। এরপর ফ্রান্স পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য বজায় রাখে। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।
বিরতির পর ইউক্রেন কিছুটা চাপে ফেললেও ফ্রান্স আবার ছন্দ ফিরে পায়। ম্যাচের শেষ মুহূর্তে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপে। দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে জাবারনিকে ঘুরিয়ে অসাধারণ শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।
এই গোলে ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা থিয়েরি হেনরিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপে। জাতীয় দলের হয়ে তার গোল এখন ৫১টি, যা থিয়েরির সমান। তাদের সামনে আছেন কেবল অলিভিয়ের জিরু, যার রেকর্ড ৫৭ গোল।
ম্যাচ শেষে এমবাপে মজার ছলে বলেন, “তিতিকে স্যালুট। তবে আমি এখন তাকে ছাড়িয়ে যেতে চাই। এটা আমার জন্য গর্বের।”
কোচ দেশম বলেন, “২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর বাছাইপর্ব জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
এই জয়ের ফলে ফ্রান্স গ্রুপ ই-এর শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।





























