প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু নিক্ষেপের অভিযোগে ইন্টার মিয়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যদিও সুয়ারেজ গত বৃহস্পতিবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন, তবু শাস্তি এড়াতে পারেননি।
থুতু নিক্ষেপের ঘটনাটি ঘটেছে রোববার লিগস কাপের ফাইনালে, যেখানে মিয়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল সাউন্ডার্স। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সতীর্থদের ধরে রাখার চেষ্টার মাঝেই সুয়ারেজ প্রতিপক্ষ স্টাফের দিকে থুতু ছোড়েন।
সংঘর্ষে আরও জড়ান মিয়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস ও ডিফেন্ডার তোমাস আভিলেস। বুসকেটসকে প্রতিপক্ষ খেলোয়াড় ওবেদ ভার্গাসকে ঘুষি মারার কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, আর আভিলেস তিন ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন।
সিয়াটলের কোচিং স্টাফের সদস্য স্টিভেন লেনহার্টও পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন, কারণ তিনি লিগস কাপ প্রতিযোগিতা বিধির ৪.২.সি ধারা লঙ্ঘন করেছেন। এই শাস্তি দিয়েছে টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটি।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “চারজনকেই জরিমানার পাশাপাশি পরবর্তী লিগস কাপে (২০২৬ থেকে) তাদের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। এছাড়া মেজর লিগ সকার (এমএলএস) চাইলে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সুয়ারেজ ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, “এটা ছিল চরম উত্তেজনা ও হতাশার মুহূর্ত। খেলা শেষে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনোভাবেই যৌক্তিক নয়। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।”
ইন্টার মিয়ামিও এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, তারা সর্বোচ্চ খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার প্রতিশ্রুতিবদ্ধ।





























