রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
শেয়ার

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের


bangladesh-yemen

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপে টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে লড়াই করেও জয় পেল না বাংলাদেশ। ইয়েমেনের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশির ৩০ সেকেন্ড আগে হজম করতে হলো একমাত্র গোল। ১-০ ব্যবধানের এই হারে কার্যত চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে লাল-সবুজদের।

ভিয়েতনামে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ঢংয়ে খেললেও আক্রমণে এগিয়ে ছিল ইয়েমেন। ম্যাচের ৬ মিনিটে মামদো সালেহর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়েমেনের ফ্রি কিকও ক্রসবারের ওপর দিয়ে যায়।

বিরতির পর ৬৬ মিনিটে বাংলাদেশের রাজু আহমেদ জিসানের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৭৭ মিনিটে ইয়েমেনের আব্দুল আজিজের নেওয়া শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

৮৭ মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। বক্সের বাইরে ফাউল করে বসেন মজিবর রহমান জনি, ফলে দ্বিতীয় হলুদ দেখে লাল কার্ড পান তিনি। এরপর ইয়েমেনের ফ্রি কিক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণভাবে রুখে দেন। তবে যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় মোহাম্মদ ইসামের গোলেই হার মানতে হয় বাংলাদেশকে।

এ হারে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বলা যায় শেষ বাংলাদেশের। কেননা এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাই পর্বের শুরুটা হয় হার দিয়ে। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ।

কাগজে-কলমে কিছুটা সম্ভাবনা থাকলেও সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচ ড্র হলে সেটিও শেষ হয়ে যাবে। আর ভিয়েতনাম জিতলেও পত্রপাট বিদায় হবে বাংলাদেশের। বর্তমানে ‘সি’ গ্রুপের শেষ দল বাংলাদেশ।

আগামী ৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।