রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো


messi-ronaldoবিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ৫-০ ব্যাবধানে জয়ে জোড়া গোল করে নতুন মাইলফলক ছুঁয়েছেন তিনি।

এবার বাছাইয়ে রোনালদোর গোল দাঁড়াল ৩৮, আর মেসির রয়েছে ৩৬টি। তবে পারফরম্যান্সের দিক থেকে রোনালদো এগিয়ে—৪৮ ম্যাচে ৩৮ গোল, যেখানে মেসির ৩৬ গোল এসেছে ৭২ ম্যাচে।

মেসিকে ছাড়িয়ে গেলেও রোনালদো এখনো বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলদাতা নন। রেকর্ডটি আছে গুয়াতেমালার সাবেক স্ট্রাইকার কার্লোস রুইজের দখলে, যিনি ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত ৪৭ ম্যাচে করেছিলেন ৩৯ গোল। রোনালদোর সেই রেকর্ডে পৌঁছাতে লাগবে এক গোল, ছাড়িয়ে যেতে মাত্র দুটি।

প্রশ্নটা এখন আর গোল করার নয়; বরং রুইজের রেকর্ড ভেঙে কত দ্রুত তিনি বিশ্বকাপ বাছাই ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন, সেটিই এখন দেখার।