অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়েছিল বাংলাদেশের। তাই বাছাই পর্বে আজকের ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার। তবে সেই ম্যাচেই দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। আল আমিন-মোরসালিনদের ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে ফাহমিদুলের দুর্দান্ত দূরপাল্লার শটে ডেডলক ভাঙে বাংলাদেশ। এরপর দ্রুতই আল আমিন ও মহসিন আহমেদের গোলে ব্যবধান বাড়ে। ম্যাচের যোগ করা সময়ে মোরসালিন গোল করে ব্যবধান আরও বাড়ান। অন্যদিকে সিঙ্গাপুরের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন নাদিম রাহিম।
ম্যাচে একাধিক গোলরক্ষার কৃতিত্ব দেখান বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
আগে ইয়েমেন ও ভিয়েতনামের কাছে হেরে বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে সান্ত্বনার স্বাদ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।





























