শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১০ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার

বাছাইপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার পর হারল ব্রাজিলও


bolvia-brasil২০০৯ সালের পর ব্রাজিলের বিপক্ষে আর জয় পায়নি বলিভিয়া। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল অবশেষে। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিকরা কার্লো আনচেলত্তির দলকে হারিয়েছে ১-০ গোলে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতার লা পাজে খেলতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে মাত্র ৪২ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে প্রাধান্য দেখিয়েছে বলিভিয়া। ২৩ শটের মধ্যে ১০টি তারা লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে ব্রাজিলের ১০ শটের মাত্র ৩টি ছিল অন টার্গেটে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেসের ফাউলে পেনাল্টি পায় বলিভিয়া। সেখান থেকেই মিগুয়েল আনহেল টারসেরোস স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের দুর্দান্ত সেভে রক্ষা পায় সেলেসাওরা।

ম্যাচে ফিরতে ব্রাজিল বেশ কয়েকবার চেষ্টা করলেও তাতে ধার ছিল না। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আনচেলত্তির শিষ্যদের।

এই জয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে বলিভিয়া। আগের ম্যাচে আর্জেন্টিনা যেমন হেরেছিল ইকুয়েডরের কাছে, ঠিক তেমনই বাছাইয়ের শেষ ম্যাচে হোঁচট খেল ব্রাজিলও। ফলে পয়েন্ট তালিকায় দুই থেকে নেমে পাঁচে চলে গেছে সেলেসাওরা।