চাঁদপুর শহরের তালতলা পৌরসভা কবরস্থানে এক নবজাতককে জীবন্ত অবস্থায় কবর দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
কবরস্থানের কেয়ারটেকার ফারুক মিয়া জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার হাতে একটি ছোট কার্টন ধরিয়ে দিয়ে বলেন, ভেতরে মৃত শিশুর লাশ রয়েছে, জানাজা শেষে দাফন করতে হবে। সঙ্গে কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু তিনি যখন কার্টন খুলে দেখতে যান, তখনই ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। কার্টন খুলে দেখা যায়, কাপড়ে মোড়ানো শিশুটি জীবিত।
ফারুক মিয়ার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তবে শিশুটিকে কবরস্থানে নিয়ে আসা ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. ছোটন মিয়াজী জানান, প্রায় ৮০০ গ্রাম ওজনের শিশুটি শ্বাসকষ্ট ও অপুষ্টিতে ভুগছিল। তবে চিকিৎসার পর বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল। শিশুটিকে বিশেষায়িত ওয়ার্ডে অক্সিজেনসহ নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপক মজিবুর রহমান বলেন, শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানে চিকিৎসা দেওয়া হবে।
ইতোমধ্যে কয়েকজন নারী শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আদালতের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
স্থানীয়দের দাবি, কবরস্থানের চারপাশে থাকা সিসি ক্যামেরা ও নিকটবর্তী হোটেলের ফুটেজ পরীক্ষা করলে শিশুটিকে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। তারা বলেন, এতটা অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।




























