শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২:১৭ অপরাহ্ন
শেয়ার

চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে নান্দনিকতার ঝলক


China Fashion week

বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৫ শরৎকালীন চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে ভিন্ন মাত্রায় ফুটে উঠেছে নান্দনিকতা ও সংস্কৃতির বৈচিত্র্য। এবারের আসরে অর্ধেকেরও বেশি র‍্যাম্প শো এবং একাধিক প্রদর্শনীতে গুরুত্ব পেয়েছে চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান ও অমূর্ত ঐতিহ্যভিত্তিক উদ্ভাবনী ডিজাইন।

ডিজাইনাররা তাদের সাম্প্রতিক সৃষ্টিতে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সমকালীন ফ্যাশনের সমন্বয় উপস্থাপন করেন। প্রদর্শনীতে মিয়াও সম্প্রদায়ের সূক্ষ্ম সূচিকর্ম, রঙিন এটলেস সিল্কের পোশাক থেকে শুরু করে রেশমি কারুকাজে সজ্জিত তিব্বতি পোশাক নজর কেড়েছে সবার। র‍্যাম্পে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী ৫৬ জন শিশু মডেল ঐতিহ্যবাহী পোশাকে হেঁটে দর্শকদের মুগ্ধ করেন।

China Fashion week 2

শুধু ঐতিহ্যবাহী পোশাকই নয়, সমকালীন চীনা পোশাক যেমন মা মিয়ান ছু, ছিপাও এবং সুন- ইয়াত-সেন স্যুটেও নতুন করে যুক্ত হয়েছে চীনা সংস্কৃতির নান্দনিক ছোঁয়া।

আয়োজকদের মতে, এ বছর আয়োজিত শতাধিক শোর মধ্যে অর্ধেকের বেশি ব্র্যান্ড ও ডিজাইনার চীনা সাংস্কৃতিক নান্দনিকতা তুলে ধরেছেন। ফ্যাশনের মাধ্যমে তাঁরা চীনের বহুজাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় গল্প বিশ্বকে জানানোর চেষ্টা করেছেন।

চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক (শরৎকালীন) ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।