
ফাইল ছবি
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।” তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নেওয়া সংস্কারগুলো পরবর্তী সরকার ধরে রাখলে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি হোটেলে লিগ্যাল এইডবিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা জানান, নতুন ব্যবস্থায় মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মামলাপূর্ব মধ্যস্থতার আশ্রয় নিতে হবে। সমাধান না হলে আদালতে মামলা করার সুযোগ থাকবে। এতে সময় ও খরচ দুটোই কমবে।
তিনি বলেন, “আমরা সিভিল ও ক্রিমিনাল আদালতকে আলাদা করেছি, যাতে সিভিল আদালতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি।”
আগে লিগ্যাল এইডের দায়িত্বে থাকতেন একজন সিনিয়র সহকারী জজ। এখন থেকে থাকবেন সিনিয়র যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। অল্প সম্মানী নিয়েও এ প্রকল্পে যুক্ত হওয়ায় অবসরপ্রাপ্ত বিচারকদের ধন্যবাদ জানান আসিফ নজরুল।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ, ভরণপোষণ, বাড়িভাড়া, যৌতুকসহ মোট আটটি বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতা করতে হবে।
‘আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালী জেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
অনুষ্ঠানের আগে ড. আসিফ নজরুল দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল পরিদর্শন করেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি নৌকায় বনের সৌন্দর্য উপভোগ করেন এবং মাঝিদের মুখে গানও শোনেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, রাতারগুলের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন জরুরি। একই দিনে তিনি দক্ষিণ সুরমার আলমপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রমও ঘুরে দেখেন।




























