রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
শেয়ার

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক


Mohibul-Islam

দিনাজপুরের পার্বতীপুর থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষা ঘিরে এ অভিযোগ ওঠে। ঘটনার ছায়াতদন্তে নেমে অভিযুক্তকে চিহ্নিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে বাড়ির উদ্দেশে রওনা দেন মহিবুল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার যাত্রার তথ্য সংগ্রহ করে গোয়েন্দারা। পরে রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়। দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই দিন সন্ধ্যায় পার্বতীপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে।

আটক মহিবুল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের বাসিন্দা। তার বাবা হাদীউজ্জামান পেশায় ফল ব্যবসায়ী। পাঁচ ভাইবোনের মধ্যে মহিবুল তৃতীয় এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

দিনাজপুর জেলা ডিবি পুলিশের ওসি রফিকুজ্জামান গণমাধ্যমকে জানান, আটক মহিবুলকে রাতেই ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।