রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
শেয়ার

কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর


Bangladeshi

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ফেরত দেয়।

কাজীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশের বিভিন্ন জেলার নারী-পুরুষকে ভারতীয় পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছিল। পরবর্তীতে কারাভোগ শেষে তাদের বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও কাজীপুর বিজিবির কাছে তাদের বুঝিয়ে দেয় বিএসএফ।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, “বিএসএফ ১৮ জন বাংলাদেশিকে বুঝিয়ে দিয়েছে। তারা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ফিরিয়ে আনা ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”