রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন


shamim

ফায়ার ফাইটার শামীম আহমেদ

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সোমবারের বিস্ফোরণে চারজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে শামীম আহমেদ মারা গেছেন। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের সদস্য তালহা বিন জসিম জানান, বিকেল ৩টার দিকে শামীম আহমেদ মারা যান। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস সদর দপ্তরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তার বাড়ি নেত্রকোণা জেলায়। তিনি তিন সন্তানের জনক ছিলেন। সর্বশেষ তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।