শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন
শেয়ার

প্রবাসীদের ভোট দিতে এনআইডি বাধ্যতামূলক নয়: ইসি সানাউল্লাহ


sanaullah

বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ (বাম থেকে চতুর্থ)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে আলাদা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে না। ভোটার তালিকায় নাম থাকলেই তারা ভোট দিতে পারবেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানের আয়োজন করে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। সঞ্চালনা করেন হাই কমিশনার আবিদা ইসলাম।

ইসি সানাউল্লাহ বলেন, “২০০৮ সাল থেকে ছবিসহ ভোটার তালিকা চালু রয়েছে। যারা ভোটার তালিকায় নিবন্ধিত, তারা ভোট দিতে পারবেন এবং আলাদা এনআইডি নেওয়ার প্রয়োজন নেই।”

তিনি জানান, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য নির্বাচন কমিশন একটি বিশেষ অ্যাপ তৈরি করছে, যা নভেম্বর ২০২৫ থেকে চালু হবে। ভোট প্রক্রিয়া হবে দুই ধাপে—নিবন্ধন (এনরোলমেন্ট প্রসেস) ও ভোটদান (ভোটিং প্রসেস)।

ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য প্রবাসীদের জন্মনিবন্ধন বা পিতা-মাতার এনআইডি প্রয়োজন হবে। পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ দিয়েও নিবন্ধন করা যাবে। একবার ভোটার তালিকায় নাম উঠলে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি পাওয়া যাবে এবং ভোট দেওয়ার জন্য আলাদা এনআইডির দরকার হবে না।

প্রবাসীদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “নিষিদ্ধ দলের কার্যক্রম বন্ধ থাকতে পারে, তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় নাম থাকলেই ভোটাধিকার প্রয়োগ করা যাবে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের ভোট প্রক্রিয়া ব্যয়বহুল—প্রতিটি ভোটে গড়ে প্রায় ৭০০ টাকা খরচ হবে। পোস্টাল ব্যালটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গোপনীয়তা রক্ষা করা, তবে এটিই সবচেয়ে কার্যকর পদ্ধতি। এজন্য প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রায় ৩০ জন প্রবাসী অংশ নেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, জামায়াতে ইসলামের অল ইউরোপিয়ান মুখপাত্র আবু বকর মোল্লা, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্যের আহ্বায়ক মো. বেলায়েত হোসেন, এনসিপি ডায়াস্পোরা ইউনিটের প্রতিনিধি নুরুল হুদা জুনায়েদ, সদস্য মাকসুদুল হক শাকুর, মোখলেছুর রহমান চৌধুরী ও সাংবাদিক রহমত আলী।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। ইতোমধ্যে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ব্রিটিশ ও আইরিশ বাংলাদেশিদের ভোটার তালিকায় নিবন্ধনের জন্য উৎসাহিত করছে এবং যেকোনো প্রশ্ন থাকলে সরাসরি হাই কমিশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে।