রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় কোম্পানির টাকা নিয়ে উধাও বাংলাদেশি, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা


bayajidul

মালয়েশিয়ায় কোম্পানির টাকা আত্মসাতে অভিযুক্ত বাংলাদেশি বায়াজুদুল ইসলাম নিশান।

মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে কর্মরত বায়াজুদুল ইসলাম নিশান (৩১) নামে এক বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে ৩৫ হাজার ২৬৮ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ১০ লাখ টাকা) আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিশান বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজারের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. আমিরুল ইসলামের ছেলে।

কোম্পানির পরিচালক আজাইদি বিন আবদুল আজিজ জানান, নিশান চলতি মাসের ৬ সেপ্টেম্বর থেকে কাজে অনুপস্থিত। তার ডরমিটরিতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষ ৪৮ জন গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে, গ্রাহকরা সরবরাহকৃত পণ্যের মূল্য বাবদ নিশানকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন। কোম্পানির হিসেব অনুযায়ী, এতে তাদের ৩৫,২৬৮ রিঙ্গিত আর্থিক ক্ষতি হয়েছে।

এই ঘটনায় প্রতিষ্ঠানটি পুলিশের কাছে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে অভিযোগ দায়ের করেছে। পরিচালক আজাইদি বিন আবদুল আজিজ নিশানকে ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং যোগাযোগের জন্য +60 10-288 3401 নম্বরটি দিয়েছেন।

মালয়েশিয়ায় এই ঘটনা বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যবসায়ী অহিদুর রহমান মনে করেন, এই ধরনের ঘটনা কেবল ব্যবসায়ীদেরই নয়, বিদেশে পুরো বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।