রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
শেয়ার

সিঙ্গাপুর যাওয়া হলো না প্রবাস ফেরত নরসিংদীর গনি মিয়ার


goni-mia

নিহত গণি মিয়া (বামে), স্বজনদের আহাজারি (ডানে)

নরসিংদীর পলাশে নিখোঁজের এক দিন পর গনি মিয়া (৩০) নামে সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গনি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিন মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। আগামী ২৯ সেপ্টেম্বর আবারও কর্মস্থলে ফেরার কথা ছিল। কিন্তু সেই যাত্রা আর হলো না, অকালেই থেমে গেল প্রবাসজীবনের স্বপ্ন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গনি মিয়া। রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলেও শেষ পর্যন্ত পরদিন সকালে তার মরদেহ মেলে ঘোড়াশাল রেলস্টেশনের পাশে।

নিহতের বড় ভাই মনির হোসেন জানান, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।” তিনি আরও বলেন, গতকাল রাত পৌনে ১০টার দিকে নিখোঁজের খবর জানার পর পরিবারসহ সর্বত্র খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ জানায়, ভোরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে।

গনি মিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। স্বপ্নভরা চোখে বিদেশফেরত এই যুবক পরিবারের সবার জন্য ছিল ভরসার প্রতীক। সিঙ্গাপুরে ফেরার টিকিট কাটা থাকলেও আর ফেরা হলো না।

নরসিংদী রেলওয়ের পুলিশ পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।