রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত


hayat-journalist

সাংবাদিক হায়াত উদ্দিন

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন স্থানীয় সাংবাদিক হায়াত উদ্দিন (৪২)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান সাংবাদিক হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সাংবাদিক হায়াত উদ্দিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাগেরহাট সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে।