নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর, সদর উপজেলাসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে হঠাৎ প্রবল বেগে ঝড় বয়ে গেছে। এতে লণ্ডভণ্ড হয়েছে ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শুরু হয় এই ঝড়ের তাণ্ডব।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার পর হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন ও মুষলধারে বৃষ্টি। মাত্র কয়েক মিনিটের ঝড়েই তছনছ হয়ে যায় ঘরবাড়ি ও ফসলি জমি।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পত্নীতলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ী, মহাদেবপুরের বিলশিকারী ও দেওয়ানপুর, এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকায়।
এদিকে, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, ঝড়ে অনেক ঘরের চাল উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে এবং কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে নেমেছেন বলে জানা গেছে।
নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আউয়াল জানান, ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে দ্রুত সংযোগ চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




























