রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৬ অক্টোবর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র নতুন সভাপতি বুলবুল


bulbul

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গত মে মাসে তিনি অন্তর্বর্তীকালীনভাবে বোর্ড সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। এবার আনুষ্ঠানিক নির্বাচনে পরিচালকদের ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হলেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়েছেন আরও দুইজন পরিচালক।

এর আগে ১৫ ভোট পেয়ে ঢাকা বিভাগ থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হন আমিনুল। পরিচালক নির্বাচনের পরেই বিসিবির সভাপতি পদে ভোট গ্রহণের কথা ছিল। তবে তার বিপক্ষে কোনো প্রার্থী না থাকলে পরিচালকদের সর্বসম্মতিক্রমে আবারও সভাপতির চেয়ারে বসলেন তিনি।

একই সঙ্গে বিসিবির সহসভাপতি (এক) পদে নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগের পরিচালক সাখাওয়াত হোসেন। তিনি এর আগে বিসিবি সভাপতি বুলবুলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে সাখাওয়াত একজন পর্যটন খাত বিশেষজ্ঞ।

এ ছাড়া সহসভাপতি (দুই) পদে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তবে গত মে মাসে সেই দায়িত্ব হারান।

নির্বাচন ঘিরে আগে থেকেই গুঞ্জন ছিল, বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম সহসভাপতির দায়িত্ব পেতে পারেন। কিন্তু শেষ মুহূর্তে সেই জল্পনা উড়িয়ে দিয়ে চমক হিসেবে উঠে এসেছে সাখাওয়াত হোসেনের নাম।

নতুন কমিটি আগামী তিন বছরের জন্য বিসিবির কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সভাপতি পদে লড়তে চাওয়া তামিম ইকবালসহ অনেকে নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। তাদের সরে যাওয়ার পর বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের সভাপতি হওয়াটা সময়ের অপেক্ষা ছিল মাত্র।